সন্ধিগত মৌল কাকে বলে? সন্ধিগত মৌল গুলি রঙিন জটিল যৌগ গঠন করে কেন?

 

 

 

 

 

 

 

উ:- যেসব মৌলের পরমাণুর ভুমিস্তর অবস্থায় অথবা কোন স্থায়ী জারণ অবস্থায় (n-1)d উপকক্ষটি ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে সেইসব মৌলকে সন্ধিগত মৌল বলে।

সন্ধিগত মৌলের পরমাণু বা আয়োনে আংশিকভাবে পূর্ণ d- উপকক্ষ থাকে। সন্ধিগত মৌল দ্বারা সৃষ্ট জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নকে পরিবেষ্টনকারী লিগ্যান্ড এর প্রভাবে ধাতব আয়নগুলির d- উপকক্ষের বিভাজন ঘটে। এর ফলে যৌগগুলি দৃশ্যমান আলোকরশ্মি শোষণ করলে ইলেকট্রনের d-d স্থানান্তর ঘটা সম্ভব হয় এবং যৌগগুলিকে আমরা রঙিন দেখি।