Zr (40) Hf (72) এদের পরমানুর ব্যাসার্ধ প্রায় সমান কেন?

 

 

 

 

 

 

উঃ- Zr এবং Hf একই শ্রেণিভুক্ত মৌল। Zr থেকে Hf এ গেলে কক্ষ সংখ্যা বৃদ্ধির ফলে যে আকারের বৃদ্ধি ঘটে তা ল্যান্থানাইড সংকোচন দ্বারা প্রশমিত হয়। ফলে Zr এবং Hf এর আকার প্রায় একই হয়।

27. Eu এবং Ce এর মধ্যে কোনটি +2 জারণ স্তর দেখায়?

উঃ- Eu মৌলটি 6s উপকক্ষ থেকে 2 টি ইলেকট্রন ত্যাগ করে 4f7 বিন্যাস প্রাপ্ত হয়ে সহজেই Eu+2 আয়ন গঠন করে।