Zn কে সন্ধিগত মৌল বলা হয় না কেন?

 

 

 

 

 

 

 

উঃ- স্থিতাবস্থায় Zn এর ইলেকট্রন বিন্যাস  Zn- 1s22s2 2p6 3s2 3p6 3d10 4s2এবং স্থায়ী জারণ অবস্থা Zn 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস  1s2 2s2 2p6 3s2 3p63d10  । স্থিতাবস্থা ও স্থায়ী জারণ অবস্থা উভয় ক্ষেত্রে d অর্বিট্যাল পূর্ণ থাকায় Zn সন্ধিগত মৌল নয়।