Sn2+ও Sn4+ কোনটির তড়িৎ ঋণাত্মকতা(Electronegetivity) বেশি এবং কেন ? (H.S-2017)

 

 

 

 

 

 

 

 

উঃ- Sn4+এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। একই পরমাণু দুই প্রকার ক্যাটায়ন গঠন করলে যে ক্যাটায়নের ধনাত্মক আধান বেশি হয় তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। এর কারন হল অধিক ধনাত্মক আধান যুক্ত ক্যাটায়নের আকার অপেক্ষাকৃত ছোটো হওয়ায় ইলেকট্রনের প্রতি আকর্ষন বেশি হয়।