N2এর আয়নন বিভব O2 অপেক্ষা বেশি কেন?

 

 

 

 

 

 

 

উঃ-   N-1s22s2 2p3

O- 1s22s2 2p4

N পরমানুর 2p উপকক্ষটি ইলেকট্রন দ্বারা অর্দ্ধপূর্ণ কিন্তু O

 পরমানুর 2p উপকক্ষ ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ অবস্থায় থাকে। অর্দ্ধপূর্ণ কক্ষক বেশি স্থায়ী হওয়ায় N এর আয়নন বিভব O  অপেক্ষা বেশি হয়। অর্দ্ধপূর্ণ কক্ষক বেশি স্থায়ী হওয়ায় একটি ইলেকট্রন অপসারিত করে একক ধণাত্মক আয়নে পরিণত করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই আয়নীভবন বিভবের মান বেশি হয়।