Cu , K কোনটির আয়নায়ন এনথ্যালপি (Ionisation Potential) বেশি এবং কেন? (H.S-2016)

 

 

 

 

 

 

উঃ- Cu , K পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 4s1. কিন্তু Cu এ উপস্থিত 3d উপকক্ষের ইলেকট্রন গুলির দূর্বল আবরণী প্রভাবের জন্য বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষন বল K অপেক্ষা বেশি হয়। তাই Cu এর আয়নায়ন এনথ্যালপির মান K অপেক্ষা বেশি হয়।