Cu সন্ধিগত মৌল হলেও Zn নয় কেন?

 

 

 

 

 

 

 

উঃ- Cu – 1s22s2 2p6 3s2 3p6 3d10 4s1

 Cu2+– 1s2 2s22p6 3s2 3p6 3d9

Cu2+ আয়নে d কক্ষক আংশিক পূর্ণ থাকায় Cu সন্ধিগত মৌল।

Zn – 1s22s2 2p6 3s2 3p6 3d10 4s2

Zn 2+-1s22s2 2p6 3s2 3p6 3d10

Zn এর একমাত্র স্বাভাবিক যোজ্যতা 2 । অর্থাৎ Zn, Zn 2+ আয়ন গঠন করে। এখানে d কক্ষক সম্পূর্ণ ভাবে পূর্ণ অবস্থায় থাকে। সেই জন্য Zn সন্ধিগত মৌল নয়।