Cu এর d স্তর পূর্ণ হওয়ার সত্বেও একে সন্ধিগত মৌল বলা হয় কেন?

 

 

 

 

 

 

উ:- কপার (Cu) এর পারমাণবিক বা +1 জারনস্তরে অসম্পূর্ণ d-উপকক্ষ না থাকলেও +2 জারন স্তরে অসম্পূর্ণ d-উপকক্ষ থাকায় একে সন্ধিগত মৌল হিসেবে ধরা হয়।

Cu29 ➝ [Ar]3d¹⁰4s¹

Cu+ ➝[Ar]3d¹⁰

Cu²+ ➝ [Ar]3d⁹