ল্যান্থানাইড সংকোচন কি? ল্যান্থানাইড সংকোচন এর কারণ কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

উ:- পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধের সঙ্গে সঙ্গে ল্যান্থানাইড মৌলসমূহের [Ce(58)-Lu(71)] পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধের সংকোচনকে ল্যান্থানাইড সংকোচন বলে।

ল্যান্থানাইড মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো: 4f1-14 5d0-1 6s2 । মৌলসমূহের পার্থক্যসূচক ইলেকট্রনগুলি 4f অর্বিট্যালে প্রবেশ করে। 4f অর্বিট্যাল গুলির পরিব্যপ্ত আকৃতির জন্য এই অর্বিট্যালের ইলেকট্রন গুলির আবরণী প্রভাব কম হয়। 4f অর্বিট্যালে ইলেকট্রন প্রবেশের সাথে সাথে মৌলগুলির পরমাণু ক্রমাংক এক এক করে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু 4f ইলেকট্রনগুলির আবরণী প্রভাব এমন বৃদ্ধি পায় না। এর ফলে বহিস্তম কক্ষের ইলেকট্রন গুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পায় এবং পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে।