ল্যান্থানাইড সংকোচনের কারন কী ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

উঃ- ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে 5d কক্ষকে ইলেকট্রন প্রবেশ না করে 4f কক্ষকে এক এক করে ইলেকট্রন প্রবেশ করে। f কক্ষকের আবরণী প্রভাব সবচেয়ে কম। পরমানু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে 4f কক্ষকে ইলেকট্রন প্রবেশ করে।  কিন্তু 4f কক্ষকের

আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধির ফলে বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের

আকর্ষন বৃদ্ধি পায়। এজন্য ল্যান্থানাইড মৌলগুলির পরমানু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নীয় ব্যাসার্ধের সংকোচন ঘটে।