ল্যান্থানাইড মৌল অপেক্ষা অ্যাকটিনাইড মৌল গুলি অধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে কেন?

 

 

 

 

 

 

 

 

উ:- ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে আভ্যন্তরীণ 4f উপকক্ষ পরমাণুর অভ্যন্তরে অধিক পরিমাণে প্রবিষ্ট থাকে। অপরদিকে অ্যাকটিনাইড মৌলের ক্ষেত্রে আভ্যন্তরীণ 5f উপকক্ষ পরমাণুর বহির্দেশের অভিমুখে অধিক পরিমাণে প্রসারিত থাকে । তাই 4f অপেক্ষা 5f উপকক্ষের ইলেকট্রন অনেক সহজের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এছাড়া 5f, 6d ও 7s উপকক্ষের শক্তি মাত্রার পার্থক্য খুব কম হওয়ায় অ্যাকটিনাইড মৌলের ক্ষেত্রে এইসব কটি উপকক্ষের ইলেকট্রনিক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। তাই ল্যান্থানাইড গুলি মৌল অপেক্ষা অ্যাকটিনাইড মৌল অধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে।