ক্লোরিন (Cl) পরমানুর পারমাণবিক ব্যাসার্ধ কম কিন্তু ক্লোরাইড (Cl–) আয়নের আয়নীয় ব্যাসার্ধ বেশি হয় কেন ?

 

 

 

 

 

 

 

উঃ- কোনো মৌলের পরমানুর ইলেকট্রন সংখ্যা অপেক্ষা সেটির থেকে উৎপন্ন অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার জন্য পরমানুর নিউক্লিয়াসের ধনাত্মক আধান পরমানুর ইলেকট্রন গুলিকে যতটা আকর্ষন করতে পারে অ্যানায়নের একই নিউক্লিয়ার চার্জ অপেক্ষাকৃত বেশি ইলেকট্রন গুলিকে ততটা আকর্ষন করতে পারে না। ফলে অ্যানায়নের ইলেকট্রন সমূহের উপর নিউক্লিয়াসের আকর্ষন বল হ্রাস পায়। তাছাড়াও ইলেকট্রন সমূহের বিকর্ষনের ফলেও অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয়।  সেই কারনে ক্লোরাইড (Cl) আয়নের আয়নীয় ব্যাসার্ধ বেশি হয়।