ক্লোরিন এর ইলেকট্রন আসক্তি ফ্লোরিন এর চেয়ে বেশি কেন?

 

 

 

 

 

 

উঃ- ফ্লোরিন পরমানুর আকার খুব ছোট হওয়ার জন্য 2p উপস্তরের ছোটো জায়গায় ইলেকট্রনের মধ্যে বিকর্ষন দেখা যায়। এর ফলে অতিরিক্ত ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হয় না। ফলে ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি কম হয়। অপর দিকে ক্লোরিন পরমানুর আকার বড়ো হওয়ার জন্য 3p উপস্তরে ইলেকট্রন গুলির মধ্যে বিকর্ষন বল তত বেশি হয় না। ফলে অতিরিক্ত ইলেকট্রনটি ক্লোরিন এর নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং এর ইলেকট্রন আসক্তির মান বেশি হয়।