কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধের থেকে মৌলটির অ্যানায়নের ব্যাসার্ধ বেশি এবং ক্যাটায়নের ব্যাসার্ধ কম হয় কেন?

 

 

 

 

 

 

 

উঃ- কোনো পরমানুর ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কম হওয়ার জন্য বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের

আকর্ষন বল বেশি হয় এবং ক্যাটায়নের ব্যাসার্ধ কম হয়। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার জন্য

বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষন বল কম হয় এবং অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয়।