আয়নন বিভব (Ionisation Potential) বলতে কি বোঝ? কক্ষের আবরণী ক্ষমতার ওপরএটি কিভাবে নির্ভরশীল।

 

 

 

 

 

 

উঃ- ভূমিস্তরে থাকাকালীন কোনো গ্যাসীয় পরমানুর যোজ্যতা কক্ষের সবচেয়ে দূর্বল্ভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে বিচ্ছিন্ন করে

একক ধণাত্মক আয়নে পরিণত করতে যে নুন্যতম শক্তির প্রয়োজন হয়, তাকে আয়নন বিভব বলে। আবরণী প্রভাব যত বেশি হবে আয়নন বিভবের মান তত কম হবে।