ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড সমূহের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো।

 

 

 

 

 

 

 

 

উ:- ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড সমূহের মধ্যে একটি সাদৃশ্য

(১) জারণ স্তরঃ উভয় সারির মৌলেই +3 জারণ স্তর প্রদর্শন করে।

(২) ধাতব সক্রিয়তাঃ উভয় সারির মৌলই তড়িৎ-ধনাত্মক ধাতু এবং রাসায়নিকভাবে খুবই সক্রিয়।

(৩) প্যারাম্যাগনেটিক ধর্মঃ উভয় সারির বহু আয়ন প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে।

(৪) রঙিন যৌগ গঠনঃ উভয় সারির মৌলই রঙিন যৌগ গঠন করে।

ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড সমূহের মধ্যে একটি সাদৃশ্য

ল্যান্থানাইডস অ্যাকটিনাইডস
মৌলগুলির বেশিরভাগ আয়নই বর্ণহীন। মৌলগুলির বেশিরভাগ আয়নই রঙিন।
জটিল যৌগ গঠনের প্রবণতা কম। জটিল যৌগ গঠনের প্রবণতা অধিক।
ল্যান্থানাইড যৌগ গুলি কম ক্ষারীয়। অ্যাকটিনাইড যৌগ গুলি অধিক ক্ষারীয়।