ব্যাখ্যা করো: ZnO এর বর্ণ উত্তপ্ত অবস্থায় হল এবং শীতল অবস্থায় এর বর্ণ সাদা।

 

 

 

 

 

 

 

উ:- উত্তাপনের ফলে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস কেলাস থেকে অপসারিত হয়।

ZnO ➝ Zn²+ + ½O2 + 2e

এর ফলে কেলাসের মধ্যে ধাতু আধিক্য জনিত ত্রুটি সৃষ্টি হয় এবং কেলাসটি হলুদ বর্ণ ধারণ করে যা ঠান্ডা করলে আগের অবস্থায় ফিরে আসে।