কোন আয়নটি O2-আয়নের সঙ্গে আইসোইলেক্ট্রিক নয়– N3-/ Na+/ F–/ Ti+

              উঃ- Ti+

দুটি বর ধাতুর নাম লেখো।

              উঃ- প্ল্যাটিনাম (Pt) ও গোল্ড (Au)

Cr পরমানুটি কোন্ পর্যায় ও কোন্ শ্রেণীতে অবস্থান করে।

                  উঃ- Cr – 3d54s1 চতুর্থ পর্যায় ও 6 নং শ্রেণীতে অবস্থান করে।

একা বোরন, একা সিলিকন, একা অ্যালুমিনিয়াম মৌল গুলি বর্তমানে কি নামে পরিচিত ?

            উঃ-   একা বোরন- Sc      একা সিলিকন- Ge       একা অ্যালুমিনিয়াম- Ga

Mg, P, Cl, Na আকারের উর্দ্ধক্রমে সাজাও।

              উঃ-  Cl < P < Mg< Na

Li, Be, Mg, B পর্যায় সারণীতে কোন্ দুটির মধ্যে কোনাকুনি সম্পর্ক আছে।

              উঃ-     Li  Mg

p ব্লকে উপস্থিত একটি মৌলের নাম লেখ যার কোনো p ইলেকট্রন নেই।

              উঃ-  He ( 1s2)

Al2O3, SO3, SO2, ও P2O5 কোনটি সর্বাধিক আম্লিক।

              উঃ-  SO3

পর্যায় সারণীতে সর্বাপেক্ষা তড়িৎ অপরাধর্মী মৌল কোনটি?

                উঃ- ফ্লোরিন (F)

সন্ধিগত মৌলের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কিরুপ ?

              উঃ- (n-1)d1-9 ns2