মহাকর্ষীয় ধ্রুবক কি ও তার একক ও মাত্রা উল্লেখ করো।

উঃ নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী,
F = G. m1m2/r²
এখন, m = m2 = 1 এবং r = 1 বসিয়ে পাওয়া যায়, G = F
এটিই মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা নির্দেশ করে।
সংজ্ঞা: দুটি একক ভরবিশিষ্ট বস্তুকণা একক দূরত্বের ব্যবধানে থেকে পরম্পরকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়।
একক: F = G. m1m2/r² এই সমীকরণ থেকে লেখা যায়,
G এর একক = {F এর একক× (rএর একক)²}/(m এর একক)²
সুতরাং, বিভিন্ন পদ্ধতিতে G-এর এককগুলি হল:
CGS পদ্ধতিতে: ডাইন-সেমি/গ্রাম (dyn-cm/g2)
FPS পদ্ধতিতে: পাউন্ডাল ফুট/পাউন্ড (poundal•ft2/1b2)
SI-তে: নিউটন.মি/কিগ্রা2 (Nm/kg)।
মাত্রা: G এর মাত্রা = {F এর মাত্রা× (rএর মাত্রা)²}/(m এর মাত্রা)²
=MLT-²×L²/M²