ভার বা ওজন (Weight) কি?

উঃ ভার বা ওজন ( Weight): যে বল দ্বারা পৃথিবী কোনাে বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই বলকে ঐ বস্তুর ভার বা ওজন বলে।
ওজনের মান ও অভিমুখ দুই-ই আছে। সুতরাং, ওজন একটি ভেক্টর রাশি। স্প্রিং তুলায় বস্তুর ভার বা ওজন মাপা হয়।