ভরের নিত্যতার সূত্র বিবৃত করো।

উঃ ভরের নিত্যতা সূত্র সর্বপ্রথম প্রমাণ করেন বিখ্যাত বিজ্ঞানী ল্যাভয়সিয়ার।
ভরের নিত্যতা বা সংরক্ষণ সূত্র (Law of conservation of Mass) হল : পদার্থের ভর
অবিনাশী। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যেকোনাে ভৌত বা রাসায়নিক পরিবর্তনে পদার্থের
রূপান্তর ঘটে মাত্র, পরিবর্তনের আগে ও পরে পদার্থের মােট ভর অপরিবর্তিত থাকে। এই বিশ্বে
মােট ভরের পরিমাণ ধ্রুবক।