নিউটনের মহাকর্ষ সূত্র (Newton’s Law of Gravitation) বিবৃতি করো।

উঃ বিবৃতি: মহাবিশ্বের যে-কোনাে দুটি বস্তুকণা তাদের সংযােজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।

মনে করা যাক, m1 এবং m2 ভরের দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব r । কণা দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল F হলে নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী,
F = G. m1m2/r²
এখানে G-কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক (universal gravitational constant) বা সংক্ষেপে মহাকর্ষীয় ধ্রুবক
(gravitational constant) বলা হয়।