তাপীয় যুগ্ম কি?

উঃ একটি তামা ও একটি লোহার তারের দুই প্রান্ত জোড়া লাগিয়ে এক প্রান্ত শীতল ও অপরপ্রান্ত উত্তপ্ত করলে তার দুটির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হয় এখানেে তাপশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় । দুটি ভিন্ন ধাতুর তারের এই ধরনের জোড়কে তাপীয়় যুগ্ম (Thermocouple) বলে।