ভর ও শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র বিবৃত করো?

উঃ ভর ও শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র (Principle of conservation of mass and energy):
বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে উচ্চশক্তির প্রক্রিয়াতে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। এই রূপান্তরের সম্পর্কটি।
হল : m ভরের পদার্থকে সম্পূর্ণ বিনাশ করলে যদি E পরিমাণ শক্তি সৃষ্টি হয়, তবে E = mc2, যেখানে c শূন্য মাধ্যমে আলাের বেগ। বিপরীতভাবে বলা যায়—E পরিমাণ শক্তি রূপান্তরিত হলে m পরিমাণ ভরের পদার্থের সৃষ্টি হয়।

শক্তি ও ভরের এই তুল্যতার পরিপ্রেক্ষিতে ভর ও শক্তিকে আলাদাভাবে নিত্য রাশি না ধরে সিদ্ধান্ত করা হয়েছে—ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। কিন্তু যেকোনাে প্রক্রিয়ার আগে ও পরে ভর ও শক্তির মােট পরিমাণ সর্বদা সমান থাকে। বিশ্বের শক্তি ও ভরের মােট পরিমাণ ধুবক। এই সূত্রটিকে ভর ও শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র বলে।