সিলিন্ডার রেগুলেটর কাকে বলে?

 

 

 

 

 

 

 

উত্তরঃ যে সকল রেগুলেটর শুধুমাত্র একক সিলিন্ডারের গ্যাস প্রেসার ও ওয়ার্কিং প্রেসার নিয়ন্ত্রণ করে, তাকে সিলিন্ডার রেগুলেটর বলে। সিলিন্ডারের রক্ষিত যে নির্দিষ্ট গ্যাসের নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহৃত হয়, তার নাম অনুসারেই এদের নামকরণ করা হয়। যেমন- অক্সিজেন রেগুলেটর, অ্যাসিটিলিন রেগুলেটর, আর্গন রেগুলেটর ইত্যাদি।