ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি কি ?

উঃ ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম (Fleming ‘s left hand rule) : বিজ্ঞানী ফ্লেমিং (Fleming) চৌম্বকক্ষেত্রের প্রভাবে তড়িদ্বাহী পরিবাহীর ঘূর্ণনের অভিমুখ নির্ণয় সংক্রান্ত একটি নিয়মের
অবতারণা করেন।
নিয়মটি হল- বাঁ-হাতের তর্জনী, মধ্যমা ও বুড়াে আঙ্গুলকে পরস্পরের সঙ্গে সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে,তবে বুড়াে আঙ্গুল তড়িত্বাহী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।