প্রবাহমাত্রা (Current) কত প্রকারের কি কি প্রকারের সংজ্ঞা লেখ।

উঃ দুই প্রকারের i) AC (Alternating Current)
ii) DC ( Direct Current)
পরবর্তী প্রবাহ (Alternating Current বা AC) সংজ্ঞা:কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক যদি নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয় তবে তাকে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বলে।
সম প্রবাহ (Direct Current বা DC ) সংজ্ঞা:
কোন পরিবাহীর মধ্য দিয়ে একটানা একই দিকে তড়িৎ প্রবাহ হলে তাকে সম প্রবাহ বলে।