তড়িৎ বিভব (Electric potential) কাকে বলে?

উঃ তড়িৎ-বিভব (Electric potential) : কোনাে বস্তুকে তড়িৎগ্রস্ত করলে তড়িৎগ্রস্ত বস্তুটি অন্য কোনাে বস্তুকে তড়িৎ দিতে পারে কিংবা অন্য কোনাে বস্তু থেকে তড়িৎ গ্রহণ করতে পারে।বস্তুটির এরকম তড়িৎ-অবস্থাকে তড়িৎ-বিভব বলে। পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে উচ্চ-বিভব এবং নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে নিম্ন-বিভব ধরা হয়।

তড়িৎ বিভব (V)= কৃতকার্য(w)/ আধানের পরিমাণ (q)
তড়িৎ বিভবের এস আই একক ভোল্ট।