তড়িৎ চুম্বক ( Electro – magnet) কাকে বলে?

উঃ তড়িৎ-চুম্বক (Electro-magnet) : সমপ্রবাহ তড়িৎ(D.C)-এর সাহায্যে কোনাে চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে, সেই চুম্বককে তড়িৎবাহী সলেনয়েড তড়িৎ-চুম্বক বলে। তড়িত্বাহী সলেনয়েডের মধ্যে কাঁচা লােহার দন্ড রেখে পরিবাহী
কুন্ডলীতে তড়িৎপ্রবাহ চালনা করলে লােহার দন্ডটি একটি চুম্বকে পরিণত হয়। কাঁচা কাঁচা লােহার দণ্ড লােহার দন্ডটিকে তড়িৎচুম্বকের মজ্জা (core) বলে।