ওহমের সূত্রটি ( ohm’s law) কি?

উঃ জার্মান বিজ্ঞানী ওহম 1826 খ্রিস্টাব্দে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎপ্রবাহমাত্রার সঙ্গে বিভবপ্রভেদের সম্পর্কটি নির্ণয় করেন এই
সূত্রটি নিম্নরূপ:
তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনাে পরিবাহীর প্রবাহমাত্রা তার দু-প্রান্তের বিভবপ্ৰভেদের সমানুপাতিক হয়।