SMP বা ভাসমান বস্তুকণা কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ SMP এর পূর্ণরূপ হচ্ছে- Suspended Particle of Matter। বাতাসে ভেসে বেড়ানো সীসা, আর্সেনিক, নিকেল প্রভৃতি ধূলিকণাকে SMP বা ভাসমান বস্তুকণা বলে। এ কণাগুলো স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রায় থাকলে বাতাস দূষিত হয়। বাতাসে SMP-এর স্বাভাবিক মাত্রা হলো ২০০ মাইক্রো গ্রাম/ঘনমিটার।