B.O.T বা কিলোওয়াট ঘন্টা কি?

উঃ এক কিলােওয়াট ক্ষমতায়কোনাে বৈদ্যুতিক যন্ত্র 1 ঘণ্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়, তাকে 1 কিলােওয়াট ঘণ্টা বা বাের্ড অফ ট্রেড একক (বা, বি.ও.টি একক) বলে।

অর্থাৎ, কিলােওয়াট ঘণ্টা বা বি.ও.টি. একক
= ওয়াট-ঘন্টা/1000
= (অ্যাম্পিয়ার × ভোল্ট × ঘন্টা)/1000