সলিনয়েড কি?

উঃ একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে অপরিবাহী পদার্থের কোনাে চোঙের গায়ে ঘন করে জড়ালে যে কুণ্ডলী পাওয়া যায়, তারের সেই কুণ্ডলীকে সলেনয়েড বলা হয়। সলেনয়েড কুণ্ডলীটির যে-কোনাে পাক চোঙটির অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে। সলেনয়েডে তড়িৎপ্রবাহ পাঠালে সলেনয়েডের দুই প্রান্তে দণ্ড চুম্বকের মতাে দুটি মেরুর সৃষ্টি হয়—অর্থাৎ, তড়িত্বাহী সলেনয়েড দণ্ড-চুম্বকের মত আচরণ করে।