উত্তেজক রাসায়নিক পদার্থ কাকে বলে?

 

 

 

 

 

 

উত্তরঃ- যে কোনো মৌল বা যৌগের ( কঠিন, তরল এবং গ্যাসীয় ) এক গ্রাম-অনুতে উপস্থিত অনুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রো সংখ্যাকে বর্তমানে NA দ্বারা চিহ্নিত করা হয়। এর মান 6.022 x 1023 । বিজ্ঞানী মিলিকান সর্বপ্রথম অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন। এই সংখ্যার মান চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না। কারন, চাপ ও
উষ্ণতা পরিবর্তীত হলে ভর ও অনুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অ্যাভোগাড্রো সংখ্যা একটি বিশাল সংখ্যা । রসায়ন, জীববিদ্যা ও পদার্থবিদ্যায় এর ব্যাপক প্রয়োগ দেখা যায়। পরমাণু, অনু, আয়ন প্রভৃতি অতিশয় ক্ষুদ্র কনিকা। অতিশয় শক্তিশালী অণুবীক্ষণের সাহায্যেও এদের দেখা যায় না, কিন্তু 6.022 x 1023  সংখ্যাক এরূপ যে কোনো কনিকার ভর
চোখে দেখা যায়। যেমন একটি কার্বন পরমানুর ধারনা করা যায় না , কিন্তু 6.022 x 1023 সংখ্যাক কার্বন পরমানুর ভর 12 g. এটি ইন্দ্রিয়গ্রাহ্য । সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক  ও দৃশ্য জগতের মধ্যে যোগসূত্র স্থাপন করে।