বিভব প্রভেদ ( Potential Difference) কাকে বলে?

উঃ তড়িৎকোষের তড়িৎদ্বার দুটিকে বাইরে থেকে কোনাে পরিবাহী তার দিয়ে যােগ করলে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়, তাকে ঐ কোষের বিভব প্রভেদ বলে।
এস. আই. পদ্ধতিতে তড়িৎচ্চালক বল ও বিভব প্রভেদের একক ভােল্ট। এটিই এদের ব্যবহারিক একক।