প্রবাহমাত্রা কাকে বলে?

 

 

 

 

 

 

 

উঃ প্রবাহমাত্রা(Current) : পরিবাহীর যে-কোনাে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পজিটিভ আধান প্রবাহিত হয়, তাকে ঐ পরিবাহীর প্রবাহমাত্রা বা Current বলে। এস, আই,পদ্ধতিতে প্রবাহমাত্রার একক হল অ্যাম্পিয়ার। এটিই প্রবাহমাত্রার ব্যবহারিক একক।
মনে করি, কোনাে পরিবাহীর যে-কোনাে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে t সেকেন্ডে Q পরিমাণ পজিটিভ আধান প্রবাহিত হচ্ছে।
তাহলে, পরিবাহীর প্রবাহমাত্রা (I) = তড়িৎ আধান(Q)/সময়(t)
অতএব, তড়িদাধানের পরিমাণ = প্রবাহমাত্রা x সময় (সেকেন্ড এককে)।