তড়িচ্চালক বল (Electromotive Force or EMF )কাকে বলে?

উঃ সংজ্ঞা: কোনাে তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্নবিভব থেকে উচ্চ বিভবে একক তড়িদাধান স্থানান্তরিত হওয়ার ফলে ওই উৎসে যে পরিমাণ তড়িৎশক্তি উৎপন্ন হয়, তাকে উৎসটির তড়িচ্চালক বল বলা হয়।
অর্থাৎ তড়িৎচ্চালক বল =তড়িৎশক্তির পরিমাণ / স্থানান্তরিত তড়িদাধান
তড়িচ্চালক বল একক: শক্তি ও তড়িদাধানের একক হল যথাক্রমে জুল (J) ও কুলম্ব (C)। তাই ওপরের সংজ্ঞানুসারে, তড়িৎচালক বলের একক হল J/C। আবার, তড়িৎবিভব সম্বন্ধীয় আলােচনা থেকে জানা যায়, জুল/কুলম্ব = ভােল্ট