অ্যাম্পিয়ার কাকে বলে?

উঃ কোনাে পরিবাহীর যে-কোনাে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেণ্ডে1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহমাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। প্রবাহমাত্রার অপর একটি প্রচলিত একক হল তড়িৎ চুম্বকীয় একক (Electro Magnetic Unit or e.m.u).
1 ই.এম.ইউ. (e.mu.) = 10 অ্যাম্পিয়ার।