ভর(Mass) কি?

উঃ কোন বস্তুতে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে, তাকে ঐ বস্তুর ভর বলে। বস্তুর ভর সাধারণত সাধারণ তুলার সাহায্যে মাপা হয়। ভর একটি স্কেলার রাশি। এস.আই পদ্ধতিতে ভরের একক…

প্রবাহী তড়িৎ এর বিভিন্ন রাশি এস আই একক তাদের সম্পর্ক নিচে দেওয়া হল:-

প্রবাহী তড়িৎ এর বিভিন্ন রাশি এস আই একক তাদের সম্পর্ক নিচে দেওয়া হল:- রাশি চিহ্ন এসআই একক সম্পর্ক তড়িদাধান বা তড়িতের পরিমাণ q বা Q কুলম্ব(C) 1 কুলম্ব= 3 ×…

ভোল্টমিটার ও অ্যামমিটার কি?

উঃ ভােল্টমিটার : গ্যালভানােমিটারের সহিত শ্রেণীসমবায়ে উচ্চমানের রােধ যুক্ত করে ভােল্টমিটারে পরিণত করা হয়। কিন্তু তড়িৎ বর্তনীতে বিভদ প্রভেদ মাপার সময় সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। আদর্শ ভােল্টমিটারের রােধ অসীম।

তড়িৎ চুম্বকের মেরু শক্তি কিসের উপর নির্ভর করে?

উঃ তড়িৎচুম্বকের মেরুশক্তি নির্ভর করে। i) তারের পাকসংখ্যা, ii) মজ্জার উপাদান ও আকৃতি, iii) দৈর্ঘ্যের উপর।

বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যাবে?

উঃ বৈদ্যুতিক মােটরের শক্তি i) ক্ষেত্র চুম্বকের প্রাবল্য বাড়িয়ে, ii) কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে এবং iii) তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে বাড়ানাে যায়।

বৈদ্যুতিক মোটরের কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় ?

উঃ বৈদ্যুতিক মােটরে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়।

তড়িৎ চুম্বক ( Electro – magnet) কাকে বলে?

উঃ তড়িৎ-চুম্বক (Electro-magnet) : সমপ্রবাহ তড়িৎ(D.C)-এর সাহায্যে কোনাে চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে, সেই চুম্বককে তড়িৎবাহী সলেনয়েড তড়িৎ-চুম্বক বলে। তড়িত্বাহী সলেনয়েডের মধ্যে কাঁচা লােহার দন্ড রেখে পরিবাহী কুন্ডলীতে তড়িৎপ্রবাহ…

সলিনয়েড কি?

উঃ একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে অপরিবাহী পদার্থের কোনাে চোঙের গায়ে ঘন করে জড়ালে যে কুণ্ডলী পাওয়া যায়, তারের সেই কুণ্ডলীকে সলেনয়েড বলা হয়। সলেনয়েড কুণ্ডলীটির যে-কোনাে পাক চোঙটির অক্ষের…

ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি কি ?

উঃ ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম (Fleming ‘s left hand rule) : বিজ্ঞানী ফ্লেমিং (Fleming) চৌম্বকক্ষেত্রের প্রভাবে তড়িদ্বাহী পরিবাহীর ঘূর্ণনের অভিমুখ নির্ণয় সংক্রান্ত একটি নিয়মের অবতারণা করেন। নিয়মটি হল- বাঁ-হাতের তর্জনী, মধ্যমা…

অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম লেখ।

উঃ মনে করি, কোনাে লােক তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটছে, যেন তার মুখ সর্বদা চুম্বকশলাকার দিকে আছে। ঐ অবস্থায় চুম্বকশলাকার উত্তরমেরু সন্তরণকারীর বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত…