গোলী পরিবাহীর তল সমবিভব তল-ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

উত্তরঃ একটি তড়িৎক্ষেত্রের ভেতর অবস্থিত যে তলের উপর সকল বিন্দুতে তড়িৎ বিভব সমান হয় তাকে সমবিভব তল বলে। ব্যাখ্যাঃ মনে করি, শূন্য বা বায়ু মাধ্যমে  বিন্দুতে  বিন্দু চার্জটি রাখা হলো। এখন এই  চার্জ থেকে  দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ বিভব,  চিত্র সুতরাং  বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধের একটি গোলক অঙ্কন করা হলে ঐ গোলকের পৃষ্ঠের উপর যে কোনো বিন্দুতে বিভব হলে,  অতএব গোলকটির পৃষ্ঠ একটি সমবিভব তল।