একক চার্জ দ্বারা সৃষ্ট দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্র সুষম হয় না কেন? [দি.বো.-১৬]

 

 

 

 

 

 

 

উত্তরঃ আমরা জানি কোনো তড়িৎক্ষেত্রের মান ও দিক সর্বত্র সমান হলে তা সুষম তড়িৎ ক্ষেত্র হয়। তবে একক চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মান সর্বত্র সমান হয় না। কারণ চার্জটির কাছাকাছি অঞ্চলে এর মানের আধিক্য থাকে। এজন্যই একক চার্জ দ্বারা সৃ্ষ্ট তড়িৎ ক্ষেত্র সুষম হয় না।