বদ্ধ আধান ও মুক্ত আধান বলতে কী বুঝায়?

 

 

 

 

 

 

 

উত্তরঃ তড়িৎ আবেশের সময় পরিবাহীর যে প্রান্ত আবেশী আধানের নিকটে থাকে ঐ প্রান্তে আধান আবেশী আধানের বিপরীত হয়। ফলে এদের মধ্যে শক্তিশালী আকর্ষণ বল ক্রিয়া করে। এর ফলে এ প্রান্তের আধান স্থান ত্যাগ করতে পারে না। এ আধানকে বদ্ধ আধান বলে। আবার, দূরবর্তী প্রান্তে যে আধান আবিষ্ট হয় তা আবেশী আধানের সমধর্মী হয় ফলে বিকর্ষণের কারণে এ আধান আবেশী আধান থেকে যতদুর সম্ভব দুরে যেতে চায়। তাই এ আধানকে যুক্ত আধান বলে।