পাতের ক্ষেত্রফল ও মধ্যবর্তী মাধ্যম একই হওয়া সত্ত্বেও ধারকত্ব ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

উত্তরঃ আমরা জানি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাতের ক্ষেত্রফল ও মধ্যবর্তী মাধ্যম ছাড়াও পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। এক্ষেত্রে পাতের ক্ষেত্রফল ও মধ্যবর্তী মাধ্যম একই হওয়া সত্ত্বেও পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ভিন্নতার কারণে ধারকত্ব ভিন্ন হয়।