তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে কী বোঝ?ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

উত্তরঃ অসীম দূরত্ব থেকে একটি একক ধনচার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে (তড়িৎ বলের বিরুদ্ধে) যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়, তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে। যদি একটি  চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ  হয় তবে ঐ বিন্দুর তড়িৎ বিভব, .