কোনো গোলাকার পরিবাহীর আধান 4গুণ করা হলে এর চার্জের তল ঘনত্বের পরিবর্তন কীরুপ হবে?[ব.বো.-১৯]

 

 

 

 

 

 

 

উত্তরঃ আমরা জানি, চার্জের তল ঘনত্ব,  বা  যখন  স্থির। অর্থাৎ ক্ষেত্রফল স্থির রেখে চার্জ যতগুণ করা হবে চার্জের তল ঘনত্ব ততগূণ হবে। অতএব, কোনো গোলাকার পরিবাহীর ক্ষেত্রফল স্থির রেখে আধান 4 গুণ করা হলে এর চার্জের তল ঘনত্ব ও 4 গুণ হবে।