কুলম্বের সূত্র ও গাসের সূত্রের তুলনা কর।

 

 

 

 

 

 

 

উত্তরঃ কুলম্ব ও গাসের সূত্রের তুলনা নিম্নরুপঃ কুলম্বের সূত্রঃ ১. নির্দিষ্ট মাধ্যেমে দুটি বিন্দু আধানের মধ্যে দিয়ে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ২. সূত্রানুসারে,  গাউসের সূত্রঃ ১.কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ ক্ষেত্রে কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাস্কের  গুণ হবে ঐ তল দ্বারা আবদ্ধ মোট তাড়িতাধানের সমান।