দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হার তড়িৎ প্রাবল্যের মানের সমান কেন? ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

উত্তরঃ মনে করি, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, -অক্ষ বরাবর  এবং  খুব কাছাকাছি দুটি বিন্দু। মূলবিন্দু হতে  ও  এর দূরত্ব যথাক্রমে  ও । চিত্র  বিন্দুর বিভব  ও  বিন্দুর বিভব অতএব  ও  বিন্দুর বিভব পার্থক্য তড়িৎ বিভব এর সংজ্ঞানুসারে, =একক ধন চার্জকে  বিন্দু হতে  বিন্দুতে আনতে কৃতকাজ=বলসরণ=প্রাবল্যসরণ এখন,  অর্থাৎ, বল=প্রাবল্য অতএব,  [যেহেতু প্রাবল্য এবং সরণ বিপরীতমুখী, সেহেতু ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে] বা,  এক্ষেত্রে,  কে বলা হয় দূরত্ব সাপেক্ষে বিভবের নতিমাত্রা। উপ‌র্যুক্ত সমীকরণ হতে, দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তনকে প্রাবল্য বলে।