তড়িচ্চালক শক্তির সংজ্ঞা দাও।

 

 

 

 

 

উত্তরঃ একক চার্জকে তড়িৎ কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় অর্থাৎ প্রবাহ চলমান রাখতে তড়িৎ কোষ যে শক্তি সরবরাহ কর তাকে ঐ কোষের তড়িচ্চালক শক্তি বলে।