একটি চার্জিত ধারকে সঞ্চিত শক্তি তার চার্জের বর্গের সমানুপাতিক-ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

উত্তরঃ কোনো ধারকের ধারকত্ব  মোট চার্জ  এবং পাতদ্বয়ের বিভব পার্থক্য  হলে, আমরা জানি, সঞ্চিত শক্তি,  [] অতএব,  অতএব, একটি চার্জিত ধারকে সঞ্চিত শক্তি তার চার্জের বর্গের সমানুপাতিক।