আধান পাওয়া সম্ভব নয়-ব্যাখ্যা কর

 

 

 

 

 

 

 

উত্তরঃ বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা হতে প্রমাণিত হয়েছে যে, চার্জ নিরবচ্ছিন্ন নয়, একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক। এ ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা এটি প্রোটনের চার্জ এবং এর মান।এই চার্জকে যদি  দ্বারা প্রকাশ করা হয় তাহলে কোনো বস্তুর মোট চার্জ,  লেখা যায়। এখানে,  হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। কোনো বস্তুতে চার্জের মান নিরবচ্ছিন্ন হতে পারে না। অর্থাৎ  আধান পাওয়া সম্ভব নয়।